উপজেলাপল্লী উন্নয়ন অফিসারের কার্যালয় : স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রনালয়ের অধীনে একটি সেবামূলক প্রতিষ্ঠান ।এই কার্যালয় উপজেলা পর্যায়ে কৃষক, বিত্তহীন পুরুষ, বিত্তহীন মহিলাদের নিয়ে আনুষ্ঠানিক/অনানুষ্ঠানিক দল/সমিতি গঠন করে থাকে।আনুষ্ঠানিক দল/সমিতি সমূহ সমবায় বিভাগ কর্তৃক নিবন্ধনকরন, টঅনানুষ্ঠানিক দলসমূহ নিজস্ব কর্তৃপক্ষ কর্তৃক স্বীকৃতি প্রদান করা হয়।অতঃপর পর্যবেক্ষন ও সুফল ভোগীদের মধ্যে ঋন কার্যক্রম তদারকি ও পরিচালনা করে থাকে ।এছাড়া সময় সময় অর্পিত সরকারী দায়িত্ব পালন করে থাকে । এই কার্যালয়ে নিয়মিত ভাবে একজন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা, একজন সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা ও একজন জুনিয়র অফিসার (হিসাব) কর্মরত রয়েছেন । প্রতিষ্ঠানের মূলকর্মসুচিতে একজন অফিস সহকারী, ৩ জনপরিদর্শক, ১জন অফিস পিয়ন নিয়োজিত আছেন । প্রতিষ্ঠানের অধীনে একটিবাড়ি একটি খামার প্রকল্পে একজন উপজেলা সমন্বয়কারী,একজন কম্পিউটার অপারেটর কাম হিসাব সহকারী ও দুই জন মাঠ সংগঠক নিয়োজিত আছে। ইরেসপো প্রকল্পের সাচিবিক দায়িত্ব পালনের জন্য একজন ২য় শ্রেনীর কর্মকর্তা ও তার অধীনে সংশ্লিষ্ট প্রকল্প কর্তৃক নির্ধারিত দুইজন মাঠ কর্মী নিয়োজিত আছেন। অন্যান্য কর্মসুচি সমুহ এ আর ডি ও এর তত্বাবধনে উপজেলা পল্লীউন্নয়ন কর্মকর্তার প্রশাসন ও ব্যাবস্থাপনায় সংশ্লিষ্ট কর্মসুচীর মাঠকর্মীদের দ্বারা পরিচালিত হয়।অফিসটির কার্যক্রম উপজেলা পরিষদের মধ্যে নিজস্ব ভবনে পরিচালিত।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস