ক্রমিক নং |
সেবার নাম |
সেবা গ্রাহীতা |
সেবা প্রদানের সংক্ষিপ্ত পদ্ধতি/সময়সীমা /সংশ্লিষ্ঠ আইন- বিধি |
সংশ্লিষ্ঠ কর্মকর্তা/কর্মচারী
|
১ |
২ |
৩ |
৪ |
৫ |
০১ |
|
সংwশ্লষ্টসমিতির সদস্যগন |
সংক্ষিপ্ত পদ্ধতি :উপজেলা প্রকল্প বাস্তবায়নও তদারকি কমিটি কর্তৃক ইউনিয়ন ও গ্রাম নির্বাচন করা হয় । গ্রাম কমিটি কর্তৃক সদস্য নির্বাচন ও সমিতি গঠন করা হয় । ইউএনও মহোদয় কর্তৃক স্বীকৃতি প্রদান, তহবিল প্রাপ্তি সাপেক্ষ প্রশিক্ষণ প্রদান করা হয় । সুফলভোাগীদের নিকট থেকে মাসিক ২০০/- হারে সঞ্চয় আদায় ও সমপরিমান উৎসহ সঞ্চয় প্রদান করা হয় । প্রকল্প হতে প্রাপ্ত ঋণ তহবিল ও সমিতির জমাকৃত সঞ্চয় এবং উৎসাহ সঞ্চয়ের সমন্বয়ে গঠিত ঋণ তহবিল হতে ঋণ প্রদান ও ১ বছরের মধ্যে কিwস্ততেঋণ আদায় করা হয়। ঘূর্ণায়মান পদ্ধিতিতে এ ঋণ কার্যক্রম পরিচালিত হয়। সময়সীমা :প্রকল্পের মেয়াদকালীন (৩০জুন২০১৬)। আইন ও বিধি: প্রকল্প কর্তৃক বাস্তবায়ননির্দেশিকাজানু/২০১২। |
উপজেলা চেয়ারম্যান, ইউএনও , ইউআরডিও , সমন্বয়কারী |
০২ |
মূল কর্মষূচী/উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ সমিতি গঠন/পুঁজি গঠন/নিবন্ধন/ সমিতির সদস্য পদ প্রদান/প্রশিক্ষণ ও ঋণ কার্যক্রম পরিচালনা। |
কৃষক সমবায় সমিতি লিঃ এর সদস্যবৃন্দ। |
সংক্ষিপ্ত পদ্ধতিঃ গ্রাম এলাকারকৃষক জনগোষ্টির আবেদনক্রমে সমিতি গঠন করা হয়। সদস্যদের শেয়ার- সঞ্চয়ের মাধ্যমে পূঁজি গঠন করা হয়। সমিতি নিবন্ধনের পর সমিতির আবেদনের প্রেক্ষিতে কেন্দ্রীয় সমিতির কার্যকরী পরিষদ কর্তৃক সভ্য পদ প্রদান করা হয়।তহবিল প্রাপ্তি সাপেক্ষে প্রশিক্ষণ প্রদান করা হয়। সোনালী ব্যাংক হতে ঋন মঞ্জুর প্রাপ্তিতে ঋন কার্যক্রম পরিচালনা করা হয়। এছাড়া আবর্তক,এফএও, নিজস্ব তহবিল প্রভৃতি তহবিল হতে ঘূর্ণায়মান পদ্ধতিতে ঋণ কার্যক্রম পরিচালিত হয়। সকল ঋণের মেয়াদ ১ বৎসর। মেয়াদ কালীন সময়ের মধ্যে ঋণ আদায় হয়। সময়সীমাঃ চলমান কার্যক্রম। সংwশ্লষ্ট আইন ও বিধিঃ সমবায় সমিতি আইন ২০০১/সংশোধন ২০০২ ও ২০১৩ এবং সমবায় বিধিমালা২০০৪ ও বিারডিবি কর্তৃক বাস্তবায়ন নির্দেশিকা। |
ইউসিসিএলিঃ এর চেয়ারম্যান, ইউআরডিও,এআরডিও এবং পরিদর্শকবৃন্দ। |
০৩ |
সদাবিক (দল গঠন / স্বীকৃতি প্রদান / প্রশিক্ষণ প্রদান / ঋণ কার্যক্রম পরিচালনা) |
সংwশ্লষ্ঠ দলের সদস্যগন। |
সংক্ষিপ্ত পদ্ধতি : আবেদন / উদ্বুদ্ধকরণের মাধ্যমে বিত্তহীন পুরুষও বিত্তহীন মহিলাদের নিয়ে দল গঠন, তাদের সঞ্চয় জমার মাধ্যমে পুজি গঠন, দলের কার্যক্রম স‡ন্তvষজনক বিবেচনায় ইউআরডিও কর্তৃক দলকে স্বীকৃতি প্রদান, তহবিল প্রাপ্তি সাপেক্ষ প্রশিক্ষণ প্রদান, প্রকল্পের ঋণ তহবিল হতে ঘূর্ণায়মান পদ্ধিতিতে ঋণ কার্যক্রম পরিচালিত হয়। সময়সীমা : চলমান। সংশ্লিষ্ঠ আইন- বিধি: বিআরডিবি কর্তৃক প্রস্ত্তুতকৃত বাস্তবায়ন নির্দেশিকা-২০০৬ |
ইউ আর ডি ও, এ আর ডি ও, মাঠ সহকারী। |
০৪ |
পল্লীপ্রগতী প্রকল্প : (দল গঠন/ পুজি গঠন / স্বীকৃতি প্রদান / প্রশিক্ষণ প্রদান / ঋণ কার্যক্রম পরিচালনা) |
সংwশ্লষ্ঠ দলের সদস্যগন |
সংক্ষিপ্ত পদ্ধতি :উপজেলা কমিটি কর্তৃক হবখালী ইউনিয়কে নির্বাচন করা হয় । সদস্যদের সঞ্চয় জমার মাধ্যমে পুজিঁ গঠন, দলের কার্যক্রম স‡ন্তাষজনক বিবেচনায় ইউএনও কর্তৃক দলকে স্বীকৃতি প্রদান, তহবিল প্রাপ্তি সাপেক্ষে প্রশিক্ষণ প্রদান, প্রকল্প হতে প্রাপ্ত ঋণ তহবিল ঘূর্ণায়মান পদ্ধিতিতে ঋণ কার্যক্রম পরিচালিত হয়। সময়সীমা : চলমান। সংশ্লিষ্টআইন- বিধি: প্রকল্প কর্তৃক প্রণীতবাস্তবায়ন নির্দেশিকা-(নভে-২০০২ সংশোধিত-জানু-২০০৯)
|
ইউ এন ও, ইউ আর ডি ও, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান, মাঠ সংগঠক। |
৫। |
অপ্রধান শস্য উৎপাদন, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ ও বাজারজাতকরণ কর্মসূচী (২য পর্যায়): দল গঠণ/ প্রশিক্ষণ প্রদান/ প্রদর্শনী খামার নির্মান/ঋণ কার্যক্রম। |
প্রকল্পের অর্ন্তভূক্তদলের সদস্য/সদস্যাবৃন্দ। |
সংক্ষিপ্ত পদ্ধতি: অপ্রধাণ শস্য উৎপাদনকারীদের নিয়ে দল গঠণ করা হয়। তহবিল প্রাপ্তি সাপেক্ষে দলের নির্বাচিত সদস্যদের পর্যায়ক্রমে প্রশিক্ষণ প্রদান করা হয়। উন্নত পদ্ধতিতে অপ্রধান শস্য উৎপাদনে প্রদর্শনী খামার তৈরীর জন্য বরাদ্দ অনুযায়ী অর্থ/ উপকরণ সরবরাহ করা হয়। ঋণের জন্য প্রশিক্ষণ প্রাপ্ত সদস্যদের তালিকা বাংলাদেশ কৃষি ব্যাংকে প্রেরণ করা হয়। সময়সীমা: ২০১১-১২ হতে ২০১৩-১৪ পর্যন্তপ্রকল্প মেয়াদকালীন। সংশ্লিষ্ট আইন বিধি: বিআরডিবি কর্তৃক প্রনীত বাস্তবায়ন নির্দেশিকা। |
ইউ আর ডি ও, মাঠকর্মী |
৬। |
অংশীদারিত্ব মূলক পল্লীউন্নয়ন প্রকল্প-২ ( পি আর ডি পি-২): ইউনিয়ন নির্বাচন/ সমিতি গঠন/ পুঁজি গঠন/ উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন। |
সমিতির সংwশ্লষ্ট এলাকাবাসী। |
সংক্ষিপ্ত পদ্ধতি: উপজেলা পরিষদ কর্তৃক প্রকল্প বাস্তবায়নের নিমিত্ত কলোড়া ইউনিয়ন ও আউড়িয়া ইউনিযন নির্বচন করা হয়েছে। প্রকল্পটি প্রাথমিক পর্যাযে বাস্তবায়নাধীন। |
ইউ আর ডি ও, ইউ ডি ও, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও এলাকাবা |
০৭ |
দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পলস্নী কর্মসংস্থান সহায়তা প্রকল্প/ উপজেলা মহিলা বিত্তহীন কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ সমিতি গঠন/পুঁজি গঠন/নিবন্ধন/ সমিতিরসদস্য পদ প্রদান/প্রশিক্ষন ও ঋন কার্যক্রম পরিচালনা। |
মহিলা বিত্তহীন সমবায় সমিতি লিঃ এর সদস্যাবৃন্দ। |
সংক্ষিপ্ত পদ্ধতিঃ গ্রাম এলাকার দরিদ্র মহিলা জনগোষ্টির আবেদনক্রমে সমিতি গঠন করা হয়। সদস্যদের শেয়ার- সঞ্চয় আদায়ের মাধ্যমে পূঁজি গঠন করা হয়। সমিতি নিবন্ধনের পর সমিতির আবেদনের প্রেক্ষিতে কেন্দ্রীয় সমিতির কার্যকরী পরিষদ কর্তৃক সভ্য পদ প্রদান করে সদস্যাদের বিষয় ভিত্তিক সল্প মেয়াদী ও দীর্ঘ মেয়াদী প্রশিক্ষন প্রদান ও কেন্দ্রীয় সমিতি হতে ঋন মঞ্জুর সাপেক্ষে ঋন কার্যক্রম পরিচালনা করা হয়।প্রকল্প হতে প্রাপ্ত তহবিল ঘূর্নায়মান তহবিল হিসাবে ব্যাবহৃত হয়। সকল ঋনের মেয়াদ ১ বৎসর। মেয়াদ কালীন সময়ের মধ্যে ঋণ আদায় হয়। সময়সীমাঃ ৩০ শে জুন ২০১৬ ইং। সংশিস্নষ্ট আইন ও বিধিঃ সমবায় সমিতি আইন ২০০১/সংশোধন ২০০২ ও ২০১৩ এবং সমবায় বিধিমালা ২০০৪ ও প্রকল্প কর্তৃকপ্রণীত বাস্তবায়ন নির্দেশিকা। |
ইউ এম বি সিসি এলিঃ এর চেয়ারম্যান, ইউআরডিও,এআরডিও এবং সংশিষ্ট মাঠ সংগঠক
|
০৮ |
অসচ্ছল মুক্তিযোদ্ধা ও তাদের পোষ্যদের জন্য প্রশিক্ষন ও আত্মকর্মসংস্থান কর্মসচূী: মুক্তিযোদ্ধার তালিকা সংগ্রহ, অসচ্ছল মুক্তিযোদ্ধা নির্বাচন প্রশিক্ষণ ও ঋণ কার্যক্রম পরিচালনা। |
নির্বাচিত অসচ্ছল মুক্তিযোদ্ধা ও তাদের পোষ্য। |
সংক্ষিপ্ত পদ্ধতিঃ মুক্তিযোদ্ধাদের তালিকা সংগ্রহ ও অসচ্ছল মুক্তিযোদ্ধা নির্বাচন করা হয়। তহবিল প্রাপ্তি সাপেক্ষে প্রশিক্ষণ প্রদান এবং তহবিল স্থিতি সংকুলান সাপেক্ষে উপজেলা ঋণ অনুমোদন কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ঘূর্নায়মান পদ্ধতিতে ঋন কার্যক্রম পরিচালনা করা হয়। সময়সীমাঃ চলমান। সংশিস্নষ্ট আইন ও বিধিঃ মুক্তিযোদ্ধা মন্ত্রনালয় কর্তৃক প্রনীত নীতিমালা (ফেব্রয়ারী/২০০৪) |
ইউ এন ও, ইউআরডিও, মুক্তিযোদ্ধা কমান্ডার। |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস